Sunday, May 12, 2019

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামী ২৪ মে


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ

 প্রথম ধাপের পরীক্ষা ২৪ মে অনুষ্ঠিত হবে। এরপর ২য় ধাপ ৩১ মে ও ৩য় ধাপ ১৪ জুন। আর ৪র্থ ধাপের পরীক্ষা  হবে ২১ জুন।
প্রতিটি পরীক্ষা হবে  শুক্রবার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড.এএফএম মনজুর কাদির এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে


 নিয়োগপ্রত্যাশী প্রার্থীদের পরীক্ষার সময় ও স্থান এসএমএস দিয়ে জানিয়ে দেয়া হবে। এর আগে কয়েক দফায় এ পরীক্ষা পিছিয়ে নেয়া হয়েছে। এ পরীক্ষায় গ্রহনের জন্য কয়েক দফায় প্রস্তুতি নিলেও চুড়ান্ত কোন সময় নির্ধারণ করা হয় নি। সর্বশএস গত ১৭ মে পরীক্ষার


সিদ্ধান্ত হলেও ওইদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পরীক্ষা থাকায় তা বাতিল করতে হয়। এর আগে ১০ মে ১৫ মার্চ এবং ১ ফেব্রুয়ারি এই পরীক্ষার দিন ধার্য করা হলেও ssc exm জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপনসহ বিভিন্ন কারণে তা বাতিল করা হয়।

তথ্য ঃসমকাল ১০/৫/১৯

No comments:

Post a Comment